বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎ সংযোগে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় নতুন সংযোগ কার্যক্রমে আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার উত্তর পার্শ্বে অবাঞ্চিত গাছ ও ডালপালা থাকায় বিদ্যুৎ সংযোগ বাঁধাগ্রস্থ হয়ে দাড়ায়।
বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে ওই গাছ ও ডালপালা কাটার নির্দেশ দেয়। এতে গাছের মালিক নাসির সিকদার ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাঁধা প্রদান করে। একারনে নবনির্মিত লাইনটির বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন ওই গ্রামের শত শত পরিবার। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য দুলাল হাওলাদার লিখিত আবেদনে উপজেলা নির্বাহী অফিসার রায়হান আহমেদকে অবহিত করলে, তিনি দুমকি থানার অফিসার ইনচার্জকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস