বাংলা৭১নিউজ, উল্লাপাড়া (সিরাজগঞ্জে) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবিবার বিকেলে সুইচি টিপে ২১টি গ্রামে একযোগে ১৩শ ৮টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম পাটধারী মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সুইচ টিপে এর উদ্বোধন করেন।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান বিএসসি।
সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হাসান আহমেদ মজুমদার, উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম প্রমুখ। উল্লাপাড়ার ৭টি ইউনিয়ন হাটিকুমরুল, বড়হর, পঞ্চক্রোশী, বাঙ্গালা, উধুনিয়া, সলপ ও বড়পাঙ্গাসী ইউনিয়নের ২১টি গ্রামে একযোগে এ সংযোগের উদ্বোধন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস