বিদ্যুৎ বিভাগকে সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) সাইবার সিকিউরিটি বিষয়ে ‘সার্টিফাইড এথিক্যাল হ্যাকার (সিইএইচ) সংস্করণ-১১’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। এই প্রশিক্ষণটি বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তার কারিগরী সার্টিফিকেশন সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব ই-কমার্স কনসালট্যান্টের কারিকুলাম অনুযায়ী তৈরি করা হয়েছে।
গতকাল রবিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদষ্টো ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম, বিপিএমআই-এর রেক্টর মাহবুব-উল-আলম, এনডিসি।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘বর্তমানে নতুন চ্যালেঞ্জ এসেছে এগুলো মোকাবেলার জন্য সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণটি সমপোযোগী। বর্তমানে আমাদের সিষ্টেম ছড়ানো-ছিটানো যা এক সময় পুরাপুরি কানেকটেড হবে। তখন এর ভারনালিবিলিটি বেড়ে যাবে। তাই আমি আশাকরি পরবর্তীতে বিপিএমআই এই কোর্সের ৯টি অগ্রগামী ধাপের (এডভান্সড কোর্স) প্রশিক্ষণ সম্পন্ন করবে।
নতুন প্রযুক্তি থেকে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করার জন্য প্রশক্ষনার্থীসহ তাদের সন্তানদের সমপৃক্ত করার জন্য অনুরোধ করেন। তিনি একটি সাইবার অফেন্সিভ গ্রুপ তৈরী করার কথাও বলেন। একই সঙ্গে কোর্সে মন্ত্রণালয়ের প্রশিক্ষনার্থীদের সম্পৃক্ত করার জন্য অনুরোধ করেন তিনি। ’
মো: নুরুল আলম বলেন, ‘হ্যাকাররা এখন এমন পর্যায়ে যেতে পারে যে, বিদ্যুৎ লাইনে সংযুক্ত বন্ধ ল্যাপটপ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করে তথ্য চুরি করতে পারে। এখন আমাদের চষ্টো করা দরকার, এই হ্যাকিং কিভাবে ঠেকানো যায়। বিদ্যুৎ সেক্টরের আপারেশন ও মেইনটেন্যান্স বিষয়গুলো এখনো অনলাইনে না গেলেও অনলাইন পেমেন্টের ক্ষেত্রে হ্যাকিংয়ের সম্ভাবনাকে মাথায় রেখে প্রশিক্ষনার্থীকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ নিতে অনুরোধ করেন। যেন তারা পরবর্তীতে উচ্চতর সার্টিফিকেট নিতে পারেন। ’
মাহবুব-উল-আলম বলেন, ‘আমরা অনেক অনুসন্ধান করে বেস্ট টিমকে কোর্সের সঙ্গে সম্পৃক্ত করেছি এবং বাংলাদেশের এক্সপার্ট ব্যবহার করে আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছি। কোর্সে মূলত আইটি বেজড কর্মকতাদের সম্পৃক্ত করা হয়েছে। ভবিষ্যতে জ্বালানি বিভাগসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এই প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করা হবে। ’
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ছোঁয়া এখন বিদ্যুৎ খাতের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। এর ফলশ্রুতিতে বিদ্যুৎ বিভাগের অধিনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। তথ্য প্রযুক্তির যথাযথ ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান ও গ্রাহকের স্বার্থ সংরক্ষণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিপিএমআই এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ