বাংলা৭১নিউজ, ঢাকা: বিদ্যুৎ বিপর্যয়ের জন্য স্থগিত করা হলো জাতীয় সংসদের অধিবেশন। শুধু প্রশ্নোত্তপর্ব শেষ করে অধিবেশন মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত মূলতবি করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
সংসদ সচিবালয় জানিয়েছে এ ধরনের ঘটনা বিরল। অতীতে এরকম হয়েছে কিনা জানা নেই। বিকাল পৌনে চারটার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিপর্যয় হয়। এসময় সংসদ ভবনের বেশিরভাগ ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পাঁচটায় বসার কথা থাকলেও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন ১০ মিনিট পর শুরু হয়। মাগরিবের নামাজের আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস