বাংলা৭১নিউজ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে স্পেনের নব নিযুক্ত রাষ্ট্রদূত আলবারো ডে সালাস আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
স্পেনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিমন্ত্রীকে স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ কর্তৃক ‘কমিটমেন্ট টু দ্য নাম্বার অব দ্য সিভিল মেরিট অর্ডার’ উপাধিতে ভূষিত করার জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্পেনকে আমরা উন্নয়ন সহযোগী হিসেবে দেখতে চাই।
বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল কর্মযজ্ঞ চলছে কিন্তু স্পেনের উপস্থিতি নাই বললেই চলে। আগামী পাঁচ বছরে এ খাতে আরো ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এ বিনিয়োগে স্পেন অংশ নিতে পারে। উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে দ্রুত স্বাগত জানানো হবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবর্তন, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে স্পেনের ব্যবসায়ীদের সাথে সেমিনার করা যেতে পারে। উভয় দেশের প্রতিনিধি বিনিময় করা গেলে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে। অভিজ্ঞতা বিনিময় করেও আমরা উপকৃত হতে পারি।
তিনি বলেন, স্পেনের কোম্পানিগুলোর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করার আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসকে