বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

বিদ্যুৎ খাতে সরকারের সাফল্য ও বাজেট বাস্তবায়ন সক্ষমতার উন্নয়ন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ১২৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। বর্তমান সরকার ২০০৯ সালে যখন দায়িত্ব গ্রহণ করে তখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৪৯৪২ মে.ও.। এ প্রেক্ষাপটে সরকার বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত উন্নয়নের লক্ষ্যে স্বল্প-, মধ্য- ও দীর্ঘ-মেয়াদি নানাবিধ উন্নয়ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

সরকার কর্তৃক প্রণীত “পাওয়ার সেক্টর মাষ্টার প্ল্যান’’ অনুযায়ী ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৪ হাজার মেগাওয়াট। এ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিদ্যুৎ খাতের উন্নয়ন বাজেটের আকার ২০০৯ সালের তুলনায় ২০১৮ সালে ৯ গুনের বেশি বৃদ্ধি করা হয়েছে। এ বাজেট বৃদ্ধির সুফল এখন জনগনের কাছে সুস্পষ্টভাবে দৃশ্যমান।

সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংখ্যা ২৭টি থেকে ১২১ টিতে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিন গুনের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮৭৫৩ মেগাওয়াটে। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ২০০৯ সালের ৩২৬৮ মেগাওয়াট থেকে বর্তমানে ১১০৫৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিগত নয় বছরে নতুন করে ১ লক্ষ ৯৫ হাজার বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ২ গুনের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষে এবং সার্বিকভাবে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠির পরিমাণ ৪৭ শতাংশ হতে ৯০ শতাংশে উন্নীত হয়েছে।

বর্তমান সরকার বিদ্যুৎ খাতে শুধু সংখ্যাগত উন্নয়নেই জোর না দিয়ে এ খাতের গুনগত মান উন্নয়নেও সর্বোচ্চ মনোযোগ দিয়েছে। এতে বিদ্যুৎ খাতে সিস্টেম লস ১৬.৯ শতাংশ থেকে ১২.২ শতাংশে নেমে এসেছে। বিগত নয় বছরে বিদ্যুৎ খাতের বাজেট বাস্তবায়ন সক্ষমতাও দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে।

২০০৯ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ২৬৭৭ কোটি টাকার তুলনায় বর্তমান অর্থবছরে বরাদ্দ ২৬২৯২ কোটি টাকায় উন্নীত হলেও অর্থবছর শেষ হওয়ার পূর্বেই আরএডিপি’র শতভাগ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। জুন, ২০১৮ এর জাতীয় অগ্রগতির তুলনায় বিদ্যুৎ বিভাগের অগ্রগতি প্রায় ৭ শতাংশ বেশি। অর্থাৎ বিদ্যুৎ খাতে বাজেট বাস্তবায়নের সক্ষমতাও তুলনামূলকভাবে অন্যান্য খাতের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

প্রধানমন্ত্রী’র সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার সাথে সাথে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যুৎ খাতের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সর্বোপরি, এ খাতে সরকারের চলমান কার্যক্রমসমূহের সফল ও সময়ানুগ বাস্তবায়ন নিশ্চিতের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

বাংলা৭১নিউজ/সাইফুল হাসান চৌধুরী,পরিচালক, জনসংযোগ,বিপিডিবি/এসএ

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com