বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম মিয়া (১১) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা সদরের বাসউড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে বাসাউড়া আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ইব্রাহিম গত রবিবার সন্ধ্যায় গ্রামের সামনে বুলবুল অটোরাইচ মিলের পাশে তার সাথীদের সঙ্গে খেলা করছিল। খেলার ছলে কাছে থাকা একটি কদম গাছে উঠলে বিদ্যুতের তারে সে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/জেএস