বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বাঁশিলা গ্রামের নজরুল মিনার বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারে জরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক বাঁশিলা মধ্যপাড়া গ্রামের মৃত জসিম মৃধার ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার প্রতিবেশি নজরুল মিনার বাড়িতে ফজলুল হক শ্রমিক হিসেবে কাজ করছিল।
এসময় বিদ্যুতের তারে জরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।স্থানীয়রা আহত ফজলুল হক কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বাংলা৭১নিউজ/জেএস