জামালপুরের ইসলামপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে।
গোয়ালেরচর ইউপির চেয়ারম্যান হারুন আর রশিদ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, সকালে মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিম আকন্দের ছেলে মুদি দোকান্দার রিপন আকন্দ(৩০) এর দোকানে হালখাতা চলছিল। এ উপলক্ষে দোকানে মাইক বাজিয়ে আসছিলেন। মাইকে মাদ্রাসার ছাত্র শাহজামাল ওরফে শাহাজল আকন্দের ছেলে আলিফ আকন্দ(১২) গজল গাইতে গেলে চাচা রিপন আকন্দ মাইকের হর্ণ অন্য দিকে ঘুরানোর সময় বৈদ্যুতির তারের সংস্পর্শে জড়িয়ে পড়ে। পরে সাথে সাথেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে চাচা-ভাতিজা ঘটনা স্থলে মারা যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএম