কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি সাহেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
নিহত কামাল হোসেন (৪৮) ওই গ্রামের আবদুল খালেকের ছেলে। তার স্ত্রীর নাম রিনা বেগম (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ জানান, দুপুরে কামাল হোসেনের স্ত্রী রিনা বেগম গোসল শেষে বাড়ির উঠানে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামী কামাল হোসেন তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। নিহত কামাল হোসেন পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে এক ছেলে ও মেয়ে প্রতিবন্ধী।
ওসি জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ