বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে রাসেল জমাদ্দার (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে বিদ্যুতায়িত হওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৌদি প্রবাসী রাসের উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের রুহুল আমিন জমাদ্দারের ছেলে। একমাস আগে ছুটি নিয়ে দেশে আসেন তিনি। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের স্বজন নজরুল ইসলাম গাজী জানান, বিকেল ৪টার দিকে পুকুর থেকে পানি তোলার জন্য পাম্প মেশিনে বিদ্যুতের সংযোগ দেন রাসেল। এ সময় বিদ্যুতায়িত হয়ে ছিটকে পুকুরে পড়ে যান তিনি। তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুঁটে গিয়ে পুকুর থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে শরণখোলা হাসাপাতলে নিয়ে যায়। পরে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই।
বাংলা৭১নিউজ/এএস