চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের একরামুল হকের ছেলে মো. আপন (২৫) ও পার্বতীপুর ইউনিয়নের দামদিপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৬)
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বসতবাড়ির একটি ঘরে বৈদ্যুতিক বোর্ডে নিজেই মেরামতি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষিজীবী আপন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পার্বতীপুর দেওপুরা মোড় এলাকায় মুদি দোকানদার ফারুক নিজের মোবাইল ফোন চার্জ করতে পাশের ফিরোজ হোসেনের লন্ড্রি ও ইলেকট্রিকের দোকানে যান।
সেখানে তাঁকে চার্জ করতে ফিরোজ নিষেধ করা সত্ত্বেও তিনি মোবাইল ফোন চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, ‘উভয় ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করছে। এ ব্যাপারে থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। ‘
বাংলা৭১নিউজ/এসএইচ