নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতির সুবর্ণচর জোনাল কার্যালয়ের সাব স্টেশন ইঞ্জিনিয়ার মো. ফরিদ আহম্মদ ও লাইনম্যান মো. শাহীনুল ইসলাম।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. গোলাম মোস্তফা শনিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তদন্তে স্বচ্ছতার স্বার্থে ওই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মা-ছেলের মৃত্যুর ঘটনায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি ও ঢাকার প্রধান কার্যালয় থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি বলেও জানান জিএম প্রকৌশলী মো. গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা কহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের শিশু ইয়াছিন মারা যায়।
স্থানীয়রা জানান, বুধবার (২০ এপ্রিল) কালবৈশাখী ঝড়ে গাছের ঢাল ভেঙে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে যায়। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার ছেঁড়া রেখেই লাইন চালু করা হয়। সেই তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ