বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যালয় মাঠে সদ্য রোপনকৃত বিভিন্ন প্রজাতির শতাধিক চারাগাছ ভেঙ্গে তছনছ করেছে দুস্কৃতিকারীরা।
বুধবার রাতে উপজেলার মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। চারাগাছ ভেঙ্গে ফেলার ঘটনায় বৃহস্পতিবার উপজেলা নিবার্হী অফিসারের দপ্তরে অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ হাজার চারা গাছ বিতরণ করা হয় । উপজেলা প্রশাসনের দেয়া শতাধিক চারাগাছ নিয়ে গিয়ে ওই দিনই বিদ্যালয়ের মাঠের চারপাশে রোপন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা । কিন্তু রাতের অন্ধকারে রোপনকৃত চারাগাছ গুলো দুস্কৃতিকারীরা ভেঙ্গে তছনছ করে ।
মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, কষ্ট করে চারা গাছ গুলো রোপন করা হয়েছে। কিন্তু রাতেই দুস্কৃতিকারীরা সেগুলো ভেঙ্গে নষ্ট করেছে । এ জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে ।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, অভিযোগ পেয়েছি । দুস্কৃতিকারীদের খোঁজ পেলে আইনাগত ব্যবস্থা নেয়া হবে ।
বাংলা৭১নিউজ/জেএস