বাংলা৭১নিউজ, বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত মঞ্চে সভাপতিত্ব করেন গভর্নিংবডির সভাপতি জাতীয় রাজস্ব বের্ডের সাবেক সদস্য আলী আহমদ।
প্রধান অতিথি ছিলেন বরিশাল-০২ অসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ ইমাম হোসেন।
বক্তৃতা করেন যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম, এএসপি মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার বিপুল চন্দ্র দাস, বরিশাল বোর্ডের স্কুল এন্ড কলেজ পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন, বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল সহ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের সংবর্ধনা দেয়া হয়। বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস