বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌরসভায় আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে স্কুল সংলগ্ন মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর খাঁন বাবু, ফরিদপুর শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন খাঁন (ছোট আজম) বক্তব্য রাখেন।
এর আগে অতিথিরা জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, পায়ড়া মুক্ত ও মশাল জ্বালিয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন। সবশেষে বিদ্যালয়ের মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার একটি অংশ, যে অংশকে বাদ দিয়ে কোন শিক্ষার্থী পূর্ণঙ্গভাবে শিক্ষিত হতে পারেনা।
বাংলা৭১নিউজ/জেএস