বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই ব্যাপি বার্ষিক ক্রিড়া .সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন ভবনরে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিড়া অনুষ্ঠান ও নতুন ভবন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলকা বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনজুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনসহ প্রমুখ ।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হাজী আঃ সালাম মিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজনেরা উপস্থিন ছিলেন ।
বাংলা৭১নিউজ/জেএস