বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার কাজী আরিফ বিল্লাহ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। বিজয়ীদের মধ্যে মোঃ ইব্রাহিম হোসেন প্রথম, শহিদুল ইসলাম সাচ্চু দ্বিতীয়, হুমায়ুন কবির চঞ্চল তৃতীয় ও তহিদুল ইসলাম তহিদ চতুর্থ স্থান লাভ করেন।
সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ৬৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাংলা৭১নিউজ/জেএস