বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের মসজিদ নির্মাণে অর্থায়ন বন্ধ করার পরিকল্পনা করেছে সৌদি আরব। দেশটি সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা এ ঘোষণা দিয়েছেন।
ইতোমধ্যে যেসব মসজিদ তৈরিতে সৌদি আরব অর্থায়ন করেছে সেগুলো নিরাপদ হাতে হস্তান্তর করা হবে। এজন্য প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে। এক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তা নেওয়া হবে।
মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা জানান, সুইজারল্যান্ডের জেনেভায় তৈরি মসজিদটি সেখানকার প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তর করা হবে। সেখানে মুসলমাদনের প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। মিডল ইস্ট মনিটর।
বাংলা৭১নিউজ/সি এইস