বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে আসা বিদেশি সাংবাদিকদের জন্য একটি মিডিয়া সেন্টার খুলেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।
রাজধানীর গুলশানে ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ মিডিয়া সেন্টারটি খোলা হয়েছে। এখান থেকে বিদেশি সাংবাদিকদের সংবাদ সরবরাহের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ব্রিফ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মিডিয়া সেন্টার থেকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য দিদার মাহমুদ ও শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বাংলা৭১নিউজ/এসকে