বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ বুধবার দুপুর ২টার পর গুলশানের একটি রেস্টুরেন্টে এ বৈঠক শুরু হয়।
জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এ বৈঠকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তুরস্ক, চীন ও ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
অন্যদিকে ঐকফ্রন্ট নেতাদের মধ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত রয়েছেন।
বৈঠকে চলমান নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের হয়রানি, গ্রেপ্তার, মিথ্যা মামলা এবং ৩০শে ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলাপ হবে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এসকে