বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

‘বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদই নির্বাচন কমিশন (ইসি) ঠিক করবেন। বিদেশি কারও নাক গলানোর প্রয়োজন নেই। তবে সৌজন্য সাক্ষাৎ হতেই পারে, কিন্তু দেশের কোনো বিষয় নিয়ে কথা নয়।

শুক্রবার বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর বিএনপি খুব খুশি। এখন সার্চ কমিটি গঠন করা হয়েছে, নিরপেক্ষ লোকেরাই কমিটিতে রয়েছে। তারা কোনো দল করেননি। কিন্তু বিএনপি এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে নিরপেক্ষ মানে ‘আজিজ মার্কা’ লোক।

মন্ত্রী আরো বলেন, সাবেক নির্বাচন কমিশনার এখন বিএনপির নেতা। তারা এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আমরা কি মেরুদণ্ডহীন জাতি?

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। তারা বসে বসে প্রেসব্রিফিং করে আর দেশ-বিদেশে নালিশ করে। আমাদের ক্ষমতার উৎস কোনো বিদেশি শক্তি নয়, বাংলার জনগণ। আমরা কোনো বিদেশি শক্তির ওপর ভরসা করি না।

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দল ভারি করতে খারাপ লোককে দলে আশ্রয় দিবেন না। গুটিকয়েক খারাপ লোকের জন্য দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দলে কোনো বসন্তের কোকিলের দরকার নেই, ক্ষমতা থেকে গেলে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের পাওয়া যাবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালেদ মাহমুদ চৌধুরী, মির্জা আযম ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও সংসদ সদস্য হাবিবর রহমান প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএসবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com