বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল

বিদেশিদের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

ভাষার নাম বাংলা। এর জন্য জীবন বাজি দিয়েছে বাঙালি। ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারির সেই ঘটনা পৃথিবীর ইতিহাসে অনন্য। গর্বের বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিদেশিদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

বাঙালির গৌরব ও শোকের দিন এখন বিভিন্ন দেশেও পালিত হয় আয়োজন করে। সেই আয়োজনে সামিল হয় ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ। তবে ভাষা ও সংস্কৃতি ভিন্ন হলেও বাঙালির আবেগ আর ত্যাগকে সম্মান দিয়ে দিবসটিকে পালন করতে চায় তারা।

বাংলাদেশে থাকা এক কোরিয়ান যুবক বললেন, মাতৃভাষা দিবসের আয়োজনে অংশ্রগহণ করতে পেরে খুশী লাগছে। মাতৃভাষা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ মাতৃভাষাকে অনেক ভালোবাসে। আমিও আমার কোরিয়ান ভাষা অনেক ভালোবাসি।

কোরিয়ান আরেক তরুণী বলেন, বাংলাদেশে এসে বাংলা শেখার পাশাপাশি এদেশের সংস্কৃতিও শিখেছি। আমার খুব আনন্দ লাগছে। যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের সকলকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

মাতৃভাষারও যে আলাদা আবেগ আছে, গর্ব আছে; এই দেশে এসেই কেউ কেউ তা অনুধাবন করেছেন। এক নরওজিয়ান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মায়ের ভাষাও আমাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাই আমাদের পরিচয়। বাংলাদেশে যখন এসেছি, তখন এই দিবস সম্পর্কে আরও বেশি জেনেছি।

নরওয়ের আরেক তরুণী বললেন, আমি জানতামই না, বাংলাদেশই ভাষার জন্য জীবন দিয়েছে। গত বছর আমরা এখানে এসে শহীদ মিনারে গিয়েছিলাম। সেখানে ভাষার প্রতি সবার আবেগ ও অনুভূতি দেখে অবাক হয়েছি আমি। আমি অবশ্যই আমার ভাষাকে ভালোবাসি। কিন্তু বাংলাদেশে এসে সেটা আরও বেড়েছে।

নিজের ভাষা নিয়ে এখন গর্ববোধ করেন অনেক বিদেশিই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই তাদের জীবনে নতুন উপলক্ষ্য এনেছে।

নেপাল থেকে বাংলাদেশে পড়তে আসা এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে আসার পর ভিন্ন ভাষায় কথা বলতে গিয়ে ভাষার গুরুত্ব বুঝেছি। নিজের ভাষার গুরুত্বও আমি বাংলাদেশে এসে বুঝেছি।

ওড়িষ্যা থেকে পড়তে আসা আরেক শিক্ষার্থী বলেন, আগামী প্রজন্মের কাছে আমি মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরতে চাই। আমাদের ভাষা আমাদের পরিচয়।

এখন থেকে ভাষার অধিকার রক্ষায় কাজ করবেন বলে জানালেন অনেক বিদেশি। তাদের অভিমত, বাংলা ও বাঙালির মধ্যে এ এক অন্যরকম আবেগ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com