বাংলা৭১নিউজ ডেস্ক: বিদায়ী বছরে সবচেয়ে বেশি বিক্রি প্রযুক্তি পণ্যের তালিকার শীর্ষে রয়েছে অ্যাপলের আইফোন। দ্বিতীয় অবস্থানে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮। সম্প্রতি এক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।
২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল। দ্বিতীয় অবস্থানে থাকা স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৮ বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ ইউনিট। দুই কোটি ৪০ লাখ ইউনিট বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে স্পিকার অ্যামজন ইকো ডট।
স্মার্টওয়াচের বাজারেও বিক্রি বেড়েছে অ্যাপল ঘড়ির। প্রতিষ্ঠানটি ‘অ্যাপল ওয়াচ’ বিক্রি হয়েছে দুই কোটি। ফলে প্রযুক্তি পণ্যের বিক্রির দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এটি। এছাড়া ১৫ মিলিয়ন ইউনিট বিক্রি করে পঞ্চম অবস্থানে রয়েছে নিনটেনডো সুইচ।
উল্লেখ্য, গবেষণা প্রতিষ্ঠান জিবিএইচয়ের ২০১৬ সালেও বিক্রিতে শীর্ষ প্রযুক্তি পণ্য ছিল আইফোন। সে বছর ২১ কোটি ১০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছিল অ্যাপল।
বাংলা৭১নিউজ/সিএইস