রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মহান বিজয় উদযাপন বিষয়ক একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় বুধবার (১৫ ডিসেম্বর)। তবে সেই বিজ্ঞপ্তিতে ১৬ ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে সমালোচনা শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের ভুল কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।
বিজ্ঞপ্তির একটি অংশে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে…।’
বৃহস্পতিবার হলের নোটিশ বোর্ড, ডাইনিং, ক্যান্টিন ও হলের প্রবেশ মুখসহ বেশ কয়েকটি জায়গায় বিজ্ঞপ্তিটি দেখা যায়। বিজ্ঞপ্তির নিচের দিকে হল প্রাধ্যক্ষ রওশন জাহিদের স্বাক্ষরও রয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে দুপুরে ত্রুটিযুক্ত বিজ্ঞপ্তিটি সরিয়ে পুনরায় সংশোধিত বিজ্ঞপ্তি দেয় হল কর্তৃপক্ষ।
বিষয়টির সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, দায়িত্বের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার অভাবেই কেবল এ ধরনের ভুল হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা মেনে নেওয়া কষ্টকর।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের ভুল কোনোভাবেই কাম্য নয়। আমাদেরকে এসব বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত।
বুধবার (১৫ ডিসে) বিজ্ঞপ্তিটি লিখেছেন হলের কম্পিউটার অপারেটর আব্দুল খালিদ। এরপর হল প্রাধ্যক্ষের স্বাক্ষর নিয়ে তা প্রকাশ করা হয়। আব্দুল খালিদ জানান, ‘ভুলবশত বিষয়টি হয়ে গেছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকায় বিষয়টি ঠিকভাবে খেয়াল করা সম্ভব হয়নি। আমরা বিজ্ঞপ্তিটি সরিয়ে নিয়েছি এবং সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।’
বাংলা৭১নিউজ/এসএইচ