বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষৎ” প্রতিপাদ্যকে সামানে রেখে উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের আয়োজনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে তিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনজুর হোনের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ শামসুল আলম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া প্রমুখ।
বক্তাগন বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। তাঁরা আরো বলেন বিজ্ঞানে যত অগ্রগতি হবে দেশ তত উন্নতি করবে ।
মেলায় ২৯ টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কৃত উপস্থাপন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিগন স্টলগুলি পরিদর্শন করেন এবং ভুয়োসি প্রশংসা করেনন।
বাংলা৭১নিউজ/জেএস