শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট: মোদীর পাশে থাকবে শিবসেনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: সংসদে শুক্রবার অনাস্থা ভোট৷ প্রায় বছর দশেক পরে সংসদে অনাস্থা ভোট হতে চলেছে৷ আলোচনা চলবে আগামিকাল দিনভর৷ তারপর ভোটাভুটি হবে৷ এবার বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে টিডিপি বা তেলুগু দেশম পার্টি৷

সমর্থন করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থী, আরএসপি, এসপি সহ বিরোধী শিবিরের একটা বড় অংশ। তবে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেননি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী পালানিস্বামী৷

এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, তামিলনাড়ু যখন কাবেরি জলবন্টন ইস্যু নিয়ে সংসদে ২২দিন লড়াই করেছিল, তখন কোনও দল তাদের পাশে দাঁড়ায়নি৷ তাই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা হয়তো ভাবনাচিন্তায় নেই তাদের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ বুধবারই অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা ইস্যুতে অনাস্থা প্রস্তাব আনে টিডিপি৷

তবে শিবসেনা জানিয়ে দিয়েছে, শুক্রবার অনাস্থা প্রস্তাবে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যাবে না তাঁরা৷ তাদের অবস্থান বিরোধী শিবিরের বিপক্ষে৷ ফলে বেশ কিছুটা স্বস্তিতে মোদী সরকার৷

বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপি জোটে থেকেও একাধিক ইস্যুতে বিজেপির সমালোচনা করেছে শিবসেনা৷ তবে এই ক্ষেত্রে বড় শরিকের পাশেই দাঁড়াল তাঁরা৷ দলের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানায়, আমরা বিজেপিকে সমর্থন করব।

তবে এই অনাস্থা প্রস্তাবে জয়লাভের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি৷ তাদের কাছে প্রয়োজনীয় সমর্থন রয়েছে বলে জানাচ্ছে গেরুয়া শিবির৷ ৩১৪ জন সাংসদের সমর্থন তাঁরা পাবে বলে মনে করছে বিজেপি৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজেপির দরকার ২৬৮জনের সমর্থন৷

অন্তত ৫০ জন সাংসদ সমর্থন করলেই স্পিকারকে অনাস্থা প্রস্তাব গ্রহণ করতে হয়। সেই প্রয়োজনীয় সংখ্যক সদস্য ছিল টিডিপির কাছে৷ ফলে বিরোধীদের আনা প্রস্তাব গ্রহণ করতে হয় লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে। এর ফলে নরেন্দ্র মোদির কৌশলগত লাভ হল বলে মনে করছে বিজেপি। কারণ, এরপর সভা ঠিকভাবে চলবে এবং প্রয়োজনীয় বিলগুলো পাশ করাতে পারবে সরকার বলে মনে করা হচ্ছে৷

এই মুহুর্তে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা ২৭৩, শিবসেনা‌ ১৮, লোকজনশক্তি পার্টি‌ ৬, শিরোমণি অকালি দল ‌ ৪, আপনা দল‌ ২, আরএলএসপি ৩, এনডিপি‌ ১।

অন্যদিকে কংগ্রেসের কাছে রয়েছে ৪৮ জন সাংসদ৷ এআইএডিএমকে‌ ৩৭, তৃণমূল‌ ৩৪, বিজেডি‌ ২০, টিডিপি‌ ১৬, টিআরএস‌ ১১, সিপিএম‌ ৯, এনসিপি‌ ৭, সপা‌ ৭, আম আদমি পার্টি‌ ৪, আরজেডি‌ ৪, ওয়াইএসআর (‌কংগ্রেস)‌‌ ৪, এআইইউডিএফ‌ ৩। এছাড়াও বেশ কয়েকটি দলের এক বা দুজন সাংসদ রয়েছেন সংসদে৷

বাংলা৭১নিউজ/এনডিটিভি, কলকাতা অনলাইন/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com