বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জসিম মন্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আটকের পর তাকে নিয়ে ফেনসিডিল উদ্ধার করতে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করছে বিজিবি।
বিজিরি দাবি, মাদক চোরাচালানিদের হামলায় আহত হয়েছে তাদের দুই সদস্য। ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
নিহত জসিম মন্ডল জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি টহল দল সোমবার ভোর ৩টার দিকে জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্তের ৬৬ নং পিলারের কাছাকাছি একটি আম বাগানের ভিতরে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জসিম মন্ডলকে আটক করা হয়।
৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল হাসান জানান, আটকের পর ক্যাম্পে নিয়ে জসিম মন্ডলকে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে থাকা আরও ফেনসিডিলের সন্ধান দেন। তার দেওয়া তথ্যমতে ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে সদরপাড়া গ্রামের ভেদভেদিয়া মাঠে গেলে সংঘবদ্ধ ৮/ ১০ জন মাদক ব্যবসায়ী বিজিবির ওপর হামলা চালায়। একই সাথে শুরু করে এলোপাতাড়ি গুলিবর্ষণ।
বিজিবির ভাষ্য, এ সময় মাদক ব্যবসায়ীরা দুই বিজিবি সদস্যকে আহত করে তাদের হেফাজতে থাকা জসিম মন্ডলকে ছিনিয়ে নেয়। এ সময় তাদের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে ল্যান্স নায়েক মহিউদ্দীন ও শ্রী ডালিম আন্দালিব গুরুতর আহত হয়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে গোলাগুলির শব্দে গ্রামবাসী এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী জসিমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। একই সাথে উদ্ধার হয় ৩০০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া বেশ কিছু ধারালো অস্ত্র।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলাম অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের নামে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় সরকারি কাজে বাধাদান ও মাদক ব্যবসায়ীদের গুলিতে জসিম উদ্দীন নিহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/এফএস