বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দিপাবলী উপলক্ষ্যে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।
আজ রবিবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুদর্শন কেলা ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাব হোসেন দুবাহিনীর পক্ষে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাব হোসেন জানান, আজ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ দিপাবলী, এউপলক্ষ্যে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে তাদের দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছে। দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা দুবাহিনী একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে দুবাহিনীর মাঝে মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলেও তিনি জানিয়েছেন। এই রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।
বাংলা৭১নিউজ/এবি