এবার ‘স্নাককিপার’ নামে নগদ অর্থবিহীন লেনদেন চালু করল বিকাশ। যার মাধ্যমে কাগজের নোট স্পর্শ না করেই নির্দিষ্ট কয়েকটি স্থান থেকে বিকাশ ওয়ালেটের মাধ্যমে স্ন্যাকস কিনতে পারবেন ক্রেতারা।
প্রতিষ্ঠানটি বলছে, অভিনব এই উদ্ভাবন মানুষের দৈনন্দিন জীবনপ্রবাহকে আরো সহজ, সুবিধাজনক ও আধুনিক করবে।
ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে, পপ আপ স্মার্ট ভেন্ডিং মেশিনগুলোকে প্রাথমিকভাবে নগদ অর্থের লেনদেনবিহীন সংস্কৃতি চালুর প্রক্রিয়া বলেও মনে করছে সংস্থাটি।
এর মাধ্যমেই বাংলাদেশে প্রথমবারের মতো স্নাককিপার নামে স্মার্ট ভেন্ডিং মেশিনের সাথে বিকাশ পেমেন্টকে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে এতে নগদ টাকার ব্যবহার কমার সঙ্গে কেনাকাটা আরো সুবিধাজনক পর্যায়ে আসবে। জার্মানি হোল্ডিং লিমিটেড নামের একটি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজধানীতে চালু হয়েছে এই কার্যক্রম।
স্নাককিপারের সাথে অর্থ পরিশোধের অংশীদার হিসাবে বিকাশ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এসকেএস টাওয়ার, সীমান্ত স্কয়ার, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, বসুন্ধরা শিল্প প্রধান সদর ও শ্যামলী স্কয়ারে অবস্থিত ৫ টি ভেন্ডিং মেশিন স্থাপন করেছে। পর্যায়ক্রমে এটি সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে এমন আশা প্রকাশ করে বিকাশ বলছে, ২০২১ সালের মধ্যে এক হাজার ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।
বাংলা৭১নিউজ/সর