বাংলা৭১নিউজ,ঢাকা: গণফোরামের কেন্দ্রীয় কমিটি শনিবার সকালে বৈঠকে বসেছে। মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে ওই থেকে শুরু হয়।
এ বৈঠকের বিষয়ে বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সভাপতি ড. কামাল হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথগ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে।
এর আগে গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে দলটির জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন।
শনিবারের বৈঠকে জেলার নেতাদের দেয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দু’জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে মোলভীবাজার-২ আসন থেকে এবং মোকাব্বির খান দলের গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্ট জোটগতভাবে এ নির্বাচন প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে তারা শপথ নেবেন না বলেও জানান।
বাংলা৭১নিউজ/এমআর