বাংলা৭১নিউজ,ঢাকা: ঈদুল আজহার বন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগ ৪ সেপ্টেম্বর খোলা থাকবে। ছুটি চলাকালীন হাসপাতালের জরুরি চিকিৎসা সেবাসমূহ অব্যাহত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পরিচালক (হাসপাতাল) সহ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ও কার্ডিওলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অবস অ্যান্ড গাইনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভীন ফাতেমা, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হাবিবুর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, নির্বাহী প্রকৌশলী মো. জাফর ইকবাল, ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, রোগীদের সুবিধার্থে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নির্দেশক্রমে হাসপাতালের বহির্বিভাগ আগামী ৪ সেপ্টেম্বর খোলা থাকবে। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।
২ সেপ্টেম্বর শনিবার থেকে ৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর সেবা ও জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মে খোলা থাকবে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রচলিত নিয়মে অফিস খোলা থাকবে।
বাংলা৭১নিউজ/সিএইস