বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন (৮৬) ইন্তেকাল করেছেন। । আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করছেন।
দিদার জানিয়েছেন, ফাতেমা আমিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন ধরেই বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে জানাজা শেষে দাফন করা হবে।
এদিকে বিএনপির মহাসচিবের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফাতেমা আমিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/জেএস