বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলা বিএনপির দুইটি গ্রুপে বিভক্ত হয়ে প্রকৃত বিএনপির নেতা মামুনুর রশীদ মামুনকে নমিনেশন না দিয়ে আওয়ামী লীগের ঘনিষ্টজন রাজীবকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি বিদ্রোহী প্রার্থী ও মাচ্চর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন।
তিনি জানান, নোমিনেশন বোর্ড আমাকে মনোনয়ন না দিয়ে আওয়ামীলীগ পরিবারের ঘনিষ্ট রাজীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইন্শাআল্লাহ আমি জনগণের ভোটে নির্বাচিত হব।
এলাকাবাসীরা জানান, মাচ্চর ইউনিয়নে মামুনকেই মনোনয়ন দেওয়া উচিৎ ছিল। কারণ মামুন জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি করে আসছে।
বাংলা৭১নিউজ/জেএস