বাংলা৭১নিউজ,পাবনা প্রতিনিধি: পাবনা-৪ (ঈশ্বরদী) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় বিএনপির আরো কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা পৌনে ১২ টার দিকে ঈশ্বরদী আলহাজ হাইস্কুল মাঠে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার নেতাকর্মী জড়ো হন। এসময় হঠাৎ করে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করে। তাকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানান, তার অবস্থা গুরুতর তাকে হেলিকপ্টারে ঢাকা নেয়া হতে পারে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসকে