বাংলা৭১নিউজ,ফরিদপুরপ্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯মার্চ। এনির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের জন্য ভোট চেয়ে গণসংযোগ অব্যহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।এক সপ্তাহের বেশী ধরে ১১টি ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়ে যাচ্ছেন তিনি।
ফরিদপুরের ১১টি ইউনিয়নের মধ্যে প্রায় ৮টি ইউনিয়নে নির্বাচনী অবস্থান বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের জন্য খুবই ভালো বলে জানান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত থাকলে সেই ক্ষেত্রে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হবে বিএনপির মনোনিত প্রার্থীরা। চৌধুরী কামাল ইবনে ইউসুফ সকল ভোটার ও বিএনপির সমর্থক নেতাকর্মীদের ধৈর্য্যরে সাথে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান। এদিকে সরোজমিনে ইউনিয়ন ইউনিয়নে ঘুরে দেখা যায় বেশীর ভাগ ইউনিয়নে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এলাকার ভোটাররা জানান, আমরা এলাকার উন্নয়নের জন্য যারা কাজ করবে বা কাজ করতে পারবে আমরা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবো।
বাংলা৭১নিউজ/জেএস