সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবাহিনী প্রধান এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৫ নভেম্বর) সকালে তাকে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করে র্যাব।
সকালে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ হোসেন চৌধুরীকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার কথা পরে জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএস