বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পুলিশের অভিযানে ৬ বিএনপি নেতাসহ ৪৯ জনকে আটক হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে এদেরকে বাগেরহাট জেলার বিভিনś এলাকা থেকে আটক করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জন বিএনপি নেতা, ২ জন মাদক ব্যবসায়ী এবং বাকিরা বিভিনś মামলার পলাতক আসামী।
আটকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে আটক নেতা কর্মিদের মূক্তির দাবী জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি এমএ সালাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম খান সহনেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস