বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধারের ঘটনা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকরের লাশ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। তিনি এবারের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার আগে গত বুধবার সকালে বিএনপি থেকে ইসিতে মনোনয়নপ্রত্যাশী গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার তালিকা দেওয়া হয়েছিল। সেখানে আবু বকরের নাম ছিল।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি প্রথমে জানান, তিনি এ বিষয়ে জানেন না। তিনি বলেন, ‘পুলিশ ফৌজদারি মামলা করবে। আমরা তো কিছু করতে পারব না। কী ঘটনা ঘটেছে, সেটা তো জানি না। ক্রিমিনাল কেস হবে, ইনভেস্টিগেশন করবে পুলিশ। দেখবে, কীভাবে তাঁকে মারা হয়েছে। এ ব্যাপারে আমার বলার কিছু নাই।’
এরপর সিইসি বলেন, আবু বকর হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেবেন। বিএনপি থেকে গ্রেপ্তার হওয়া নেতাদের যে তালিকা ইসিতে জমা দেওয়া হয়েছে, সেখানে আবু বকরের নাম আছে- বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর সিইসি বলেন, ‘এ বিষয়ে পুলিশ দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে নেবে। পুলিশকে এই নির্দেশ দেওয়া হবে।’
এ সময় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বিষয়ে নুরুল হুদা বলেন, ‘আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব, একেবারে সীমিত আকারে। বিষয়টি শনিবারের সভায় ঠিক হবে।’
বাংলা৭১নিউজ/এসএইচ