বাংলা৭১নিউজ,ভোলা প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,পৃথিবীর বহু দেশে সংসদ রেখে নির্বাচন হয়, এ দেশেও সংসদ রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।কিন্তু বিএনপি যে কোনো বিষয়কে বিতর্কিত করতে চায়,তারা নির্বাচন কমিশনকেও বিতর্কিত করতে চায়।
সোমবার দুপুরে ভোলা শহরে মন্ত্রীর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে আর বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন,বর্তমান সরকারের অধীনে ২০১৯ সালেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে।
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই।কারণ গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে।
তিনি নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহব্বান জানিয়ে বলেন, তৃণমূল থেকেই সবাইকে সুসংগঠিত হতে হবে।
বর্তমানে জেলার ৪টি সংসদীয় আসনের অবস্থা অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন,এ সরকারের আমলে ভোলার অনেক উন্নয়ন হয়েছে।ভোলার প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থান হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সদর উপজেলার ১৩ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস