বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন শাজাহান খান।
নৌমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে একটা কৌশল তো আছেই, তাদের (বিএনপি) কৌশল কী তারা জানে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটি হলো তারা প্রকৃতপক্ষে নির্বাচন করবে কি না আমি এখনো সন্দিহান। কেননা যেভাবে নির্বাচনে তারা মনোনয়ন দিয়েছে, এইটা নির্বাচনের কোনো ধারা হতে পারে না। তারপরও তারা সেই ধারায় নির্বাচনে তাদের মনোনয়ন দিয়েছে।’
বিএনপিকে একটি ‘আদর্শহীন’ দল হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, ‘আরেকটি বিষয় হলো যে, রাজনীতিতে মানে… আদর্শ যদি না থাকে, সে আদর্শহীন রাজনীতি দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। সে আদর্শহীন দল হইল বিএনপি। এবং তার সঙ্গে যারা যুক্ত হয়েছে, তারা ঐক্যফ্রন্ট করে… ড. কামালের নেতৃত্বে আজকে তারা ঐক্যফ্রন্ট করেছে, সেই ঐক্যফ্রন্টের ভবিষ্যৎও আমি মনে করি খুবই অন্ধকার।’
মন্ত্রী এ সময় নির্বাচনে সব প্রার্থীর আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। পরে তিনি রাজৈর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর নামে আরো একটি মনোনয়নপত্র জমা দেন।
মাদারীপুরে এ পর্যন্ত ১৭টি ফরম বিতরণ হয়েছে। আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা এরই মাঝে মনোনয়ন ফরম জমা দিতে শুরু করেছেন। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ছয়জন প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস