বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি জামায়েতের নির্দেশেই জাতীয় ঐক্যফ্রন্ট চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।তিনি বলেন, এই ঐক্যফ্রন্ট ষড়য্ন্ত্র বাস্তবায়নের জন্যই গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়েতকে দিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। মানুষকে ধোঁকা দিয়ে যদি তারা ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত হবে।
তিনি বলেন, বাংলাদেশকে আবার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য, পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আজকের এই ঐক্যফ্রন্ট।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন জনগণের সঙ্গে কৌশলী আচরণ করছেন বলেও মন্তব্য করেন হানিফ।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস