বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি থেকে পদত্যাগ করেছেন সঙ্গীতশিল্পী মনির খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি থেকে মনোনয়ন না পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান মনির খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে মনির খান বলেন, ‘আমি বাংলাদেশের একজন জাতীয় সঙ্গীত শিল্পী। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে জিসাস এর মহাসচিব হিসেবে দলে যোগদান করি। পরবর্তীতে আমার সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমাকে জাসাসের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করা হয়। সঙ্গীতের কর্মকাণ্ডের পাশাপাশি আমি দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করায় দেশনেত্রী খালেদা জিয়া আমাকে আমার নির্বাচনী এলাকায় কাজ করার নির্দেশনা দেন। আমি সবসময় এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের পাশে থেকে আমার নির্বাচনী এলাকার জনগণকে ঐক্যবদ্ধ করেছি।’
মনির খান আরো বলেন, ‘এমতাবস্থায় আজ ভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো। আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাত্ম হয়ে আমি বিএনপির সকল সাংগঠনিক পদ-পদবি থেকে ইস্তফা দিলাম।’
মনির খান আরো বলেন, ‘আমি অতীতের ন্যায় আগামীতেও সাধারণ নাগরিক হিসেবে আমার এলাকার জনগণ ও দেশবাসীর পাশে থাকব। আমি আজ থেকে কোনো দলের অন্তর্ভুক্ত নই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে পূর্বের ন্যায় সঙ্গীতের কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি সবার দোয়া চাই। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাঁদপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনির খান। প্রাথমিকভাবে দলের মনোনয়নের চিঠি পেয়ে জমাও দিয়েছিলেন তিনি। কিন্তু আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় জামায়াতকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস