বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকালে জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মাহফুজুল হক, সহ-সভাপতি সৈয়দ জাহেদুল আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান মিল্কী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মশু, যুগ্ম সম্পাদক বজলুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সহ সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সহ সভাপতি কায়কোবাদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরী, জেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি সারোয়ার আলম এলিন, এস এম দেলোয়ার হোসেন, শামছুল হুদা শামীম ও জেলা শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী প্রমূখ।
পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস