বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার পর জরুরি বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারকেরা। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী কর্মকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়। দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
শুক্রবার বিকাল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে এই সংবাদ সম্মেলন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন এ তথ্য।
তিনি বলেন, আজ বিকাল ৩টায় গুলশানে চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিট থেকে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/আরকে