বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ময়মনসিংহ বিভাগীয় রোড মার্চে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। আজ রবিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া খেলার মাঠে আয়োজিত সমাবেশে মিছিল ও বিশাল গাড়িবহরে জড়ো হয় দলটির হাজার হাজার নেতাকর্মী।
আজ রবিবার সকাল থেকে শুরু করে বিকেলে ঈশ্বরগঞ্জের সমাবেশ শেষে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা হয়ে কিশোরগঞ্জ গিয়ে রোড মার্চটি শেষ হবে।
সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ রোড মার্চ অনুষ্ঠিত হয়।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলায় রোড মার্চের সমাবেশে ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে কমলা রঙের টুপি পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। এ ছাড়াও সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনের অনুসারী দলীয় লোকজন উপস্থিত হয়। ওই রোড মার্চ সফল করতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার নেতাকর্মীরা দলে দলে অংশ নেয়।
ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, শরিফুল আলম, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও পৌর সভার নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/এসএইচ