শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বজুড়ে বেড়েছে সংবাদিক হত্যা : জাতিসংঘ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটি ঘোষণা কারিগরি শিক্ষার মানে অধিকাংশই সন্তুষ্ট নয় মাহমুদুর রহমানকে ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বললেন ইস্কন নেতারা সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে বাকবিতণ্ডা, হামলায় প্রাণ গেল বাবার সাইবেরিয়ার রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪ লক্ষ্মীপুরে হিফজুল কোরআন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন ৪০ জন হাফেজ নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ মাহমুদ কোটি টাকার জমি অস্বীকার করলেন সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী আফগানিস্তান সিরিজ খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা বাংলাদেশি আইনজীবীর স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দুই শতাধিক জাতীয় পার্টি অফিসের সামনে পুলিশের কড়া পাহারা হাওড়ায় আতশবাজির আগুনে প্রাণ গেলো তিন শিশুর নতুন স্বপ্ন কমলার, পুরনো প্রতিশ্রুতিতে ট্রাম্প ছিনতাই-ডাকাতি-খুন বেশি ঢাকার যে এলাকায় ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব শফিকুল আলম

বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না : ওবায়দুল কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ময়মনসিংহ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে এখন আর ভাবার কোন প্রয়োজন নেই। কারণ, বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না।

দেশে বিদেশে নালিশ করা ছাড়া আর বিএনপির কোন কাজ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বর্তমানে একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের আজ বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমণি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত শাকিলের পিতা এডভোকেট জহুরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত ও আওয়ামী লীগ নেতা আশরাফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের মাহবুবুল হক শাকিল সম্পর্কে বলেন, শাকিল ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম অনুকরণীয় হয়ে থাকবে।

বিশাল জনসমাবেশ দেখে বিষ্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ময়মনসিংহবাসী শাকিলকে এত ভালোবাসে সে বিষয়টি তার জানা ছিল না। তিনি এর আগে কখনো এতবড় স্মরণ সভা কোথাও দেখেন নি।

কাদের বলেন, জনগণের এ বিশাল উপস্থিতি প্রমাণ করে, তারা শাকিলকে কত ভালোবাসে। বর্তমান সময়ের রাজনীতিবিদদের শাকিলের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার।

স্মরণ সভা উপলক্ষে বিকেল তিনটা থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে সভায় আসতে শুরু করে। সভা শুরুর আগে বিশাল এ ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্মরণসভা বিশাল জনসভায় পরিণত হয়।

এর আগে নগরীর বাঘমারাস্থ বাসবভনে শাকিলের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ওবায়দুল কাদের, অধ্যক্ষ মতিউর রহমান, মির্জা আজম, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com