বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়া শুরু করেছে বিএনপি। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে চিঠি।
প্রথমে মনোনয়নের চিঠি নিয়ে বের হন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার। তিনি লড়বেন বরিশাল-৫ আসনে। বেলা পৌনে তিনটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি নিয়ে বের হন সরোয়ার।
সরোয়ার আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন। কাল তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।
অন্যদিকে কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের সামনে বগুড়া-৬ এবং ৭ আসনের জন্য বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ার চিঠি দেয়া হয়।
এদিকে সকাল থেকে মনোনয়নের জন্য চিঠি পেয়েছেন এমন নেতারা গুলশানে এসে জড়ো হতে শুরু করেন। সঙ্গে নেতাকর্মীরাও ছিলো।
আওয়ামী লীগ রবিবার ২৪৬ আসনে দলের প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়। আর সোমবার দেয়া হয় আরও একটি আসনে। সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস