বাংলা৭১নিউজ, ভোলা প্রতিনিধি: বিএনপি যদি নির্বাচনে না আসে, তা হবে তাদের জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল।
আজ বুধবার ভোলার বোরহানউদ্দিন পৌরসভা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশ ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।
বিএনপি নির্বাচনের আগে একটা গোলযোগ সৃষ্টি করতে পারে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, তারা জানে এটা করে কোনো লাভ হবে না। অতীতেও তারা গোলযোগ করে, জ্বালাও-পোড়াও করে, মানুষ হত্যা করে সফল হয়নি। তারা ব্যর্থ হয়েছে। যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা নির্বাচনেও জয়লাভ করে না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়াসহ স্থানীয় নেতারা।
বাংলা৭১নিউজ/জেএস