বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

বিএনপির জঙ্গি বিরোধী ঐক্য নিয়ে সংশয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশে বিরোধী দল বিএনপি জঙ্গি বিরোধী যে রাজনৈতিক ঐক্যের উদ্যোগ নিয়েছে তা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। কয়েকটি দল বলছে জামায়াতসহ কয়েকটি ইস্যুতে আগেই বিএনপি তার অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হলে উদ্যোগটি ভেস্তেই যাবে।

একজন বিশ্লেষক বলছেন, চেয়ারপার্সনের জন্মদিনসহ কয়েকটি ইস্যুতে বিএনপির দিক থেকে ছাড় দেয়া কঠিন হবে। তবে বিএনপির একজন নেতা বলছেন তাদের বিশ্বাস আলোচনার মাধ্যমেই দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হবে।

ঢাকায় ভয়াবহ জঙ্গি হামলার পর দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার যে আহবান এসেছিলো বিএনপির দিক থেকে সেটি প্রথমেই হোঁচট খেয়েছিল সরকারি দল আওয়ামী লীগ ও তাদের শরীক দলগুলোর নেতিবাচক প্রতিক্রিয়া আসার কারণে।

এরপর দলটি উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভাবে যোগাযোগ শুরু করে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দলগুলোর সঙ্গে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ বিবিসিকে বলেছেন ঐক্যের বিষয়ে তারা অনেক দুর এগিয়েছেন।

তিনি বলছেন, “বিভিন্ন দল যারা আমাদের জোটে নেই তাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে। কেউ কেউ তাদের মতামত দিচ্ছেন। সব কিছুই গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমরা”।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করে সম্প্রতি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ঐক্যের শর্ত হিসেবে এমন কিছু প্রস্তাব দিয়েছেন তাতে জামায়াতে ইসলামিকে বাদ দেয়া ও খালেদা জিয়ার জন্মদিন পালনের মতো বিষয়গুলোও রয়েছে।

মিস্টার সিদ্দিকী বলছেন ঐক্য বা সমর্থন বিএনপিকে এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি বলছেন,“তারা জামায়াতকে ত্যাগ করলে, কখনো হাওয়া ভবন হবেনা এমন কথা বললে, জনগণের কাছে গেলে আমাদের সমর্থন পাওয়ার সম্ভাবনা আছে। আমি বলেছি পনেরই অগাস্ট জন্মদিন পালন জাতির জন্য দুঃখজনক। জামায়াতের সাথে রাজনীতি করবোনা”।

বিএনপির পক্ষ থেকে আরও যাদের সাথে যোগাযোগ করা হয়েছে তার মধ্যে রয়েছে ড. কামাল হোসেনের দল গণফোরামও।

দলটির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলছেন জামায়াত যেখানে থাকবে সেখানে গণফোরাম থাকবেনা।

কিন্তু রাজনৈতিক ঐক্যের স্বার্থে জামায়াতকে বাদ দেয়া, পনেরই অগাস্ট জন্মদিন পালন না করা কিংবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিষয়ে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার মতো বিষয়গুলোতে ছাড় দিতে বিএনপি কতটা প্রস্তুত ?

এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন বঙ্গবন্ধুর মৃত্যু দিবস বা কারও জন্মদিবসকে আমরা জাতীয় ইস্যু মনে করিনা।
আলোচনার মাধ্যমেই সব কিছুর নিষ্পত্তি হবে বলে তিনি মনে করেন।

কিন্তু ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মনে করেন ঐক্যের শর্ত হিসেবে যেসব প্রস্তাব আসছে সেগুলোর সব মেনে নেয়া বিএনপির জন্য কঠিন হবে।
তিনি বলছেন,“এগুলো শর্ত হলে তাহলে এই ঐক্য হওয়ার সম্ভাবনা ক্ষীণ, আমার ধারণা হবেনা”।

তবে শেষ পর্যন্ত জঙ্গি ইস্যুতে ঐক্য বা কোন মোর্চা গঠন সম্ভব না হলেও বিএনপি নেতাদের অনেকের ধারণা এ প্রচেষ্টার মাধ্যমে বিএনপি ও আওয়ামী জোটের বাইরে থাকা দলগুলোর সাথে তাদের সম্পর্ক আরও কিছুটা ঘনিষ্ঠ হবে।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com